ইউক্রেন যুদ্ধের অবসান হবে আলোচনার টেবিলে: ঋষি সুনাক

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১০ মার্চ ২০২৩, ২০:৪৪

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অবসান হবে আলোচনার টেবিলে। আলোচনায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যেনও সম্ভাব্য সবচেয়ে ভালো অবস্থানে থাকেন সেজন্য সহযোগিতা করবেন তিনি। শুক্রবার তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।


যুদ্ধের অবসান আলোচনায় হবে বললেও ঋষি সুনাক ইঙ্গিত দিয়েছেন, সেই শান্তি আলোচনার সময় এখন নয়। তিনি পুনরায় অঙ্গীকার করেছেন, রণক্ষেত্রে ইউক্রেন যেনও সুবিধাজনক অবস্থানে থাকে সেজন্য অতিরিক্ত সহযোগিতা প্রদান করা হবে।


পাঁচ বছরের মধ্যে প্রথম যুক্তরাজ্য-ফ্রান্স সম্মেলনে যোগএদওয়ার আগে ঋষি সুনাকের এই মন্তব্য সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বক্তব্যের সঙ্গে বিরোধপূর্ণ। যুদ্ধের অবসানে ইউক্রেনকে যুদ্ধবিমান ও ট্যাংক পাঠানোর জন্য ঋষি সুনাকের প্রতি আহ্বান জানিয়েছিলেন জনসন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us