‘দ্রুত গতিতে’ সাইবেরিয়ার দিকে সরছে উত্তর চৌম্বক মেরু
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৪
পৃথিবীর উত্তর চৌম্বক মেরু সাম্প্রতিক দশকগুলোতে খুব দ্রুত সরেছে। এ সরে যাওয়ার হার এতো বেশি যে নির্ধারিত সময়ের এক বছর আগেই নতুন করে এর অবস্থান নির্ণয়ে বাধ্য হয়েছেন বিজ্ঞানীরা। সোমবার (৪ ফেব্রুয়ারি) তারা জানিয়েছেন, বছরে প্রায় ৩৪ মাইল গতিতে সরছে উত্তর চৌম্বক মেরু। ২০১৭ সালে এটি আন্তর্জাতিক...