ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলে দারুণ কিছু সুযোগ তৈরি করেছিল পিএসজি। তবে জালের দেখা পায়নি প্যারিসের ক্লাবটি। মেসি-এমবাপেদের বিদায় করে শেষ আটে পা রেখেছে বায়ার্ন মিউনিখ। নিজেদের জয়ে কিছুটা ভাগ্যের ছোয়া দেখছেন দলটির ফরোয়ার্ড টমাস মুলার।
জার্মান ফরোয়ার্ড বললেন, কিছু বিষয় তাদের পক্ষে গেছে যা লড়াইয়ে পার্থক্য গড়ে দিয়েছে। বিশেষ করে ৩৮তম মিনিটে মাটিয়াস ডি লিখটের গোললাইন সেভটি।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে গত বুধবার ২-০ গোলে জেতে বায়ার্ন। প্রথম লেগে ১-০ গোলে জয় পায় তারা। ৩-০ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেছে ইউলিয়ান নাগেলসমানের দল।