নাটোরে পেঁয়াজের ডগা কেটে নারীদের বাড়তি আয়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ মার্চ ২০২৩, ১০:০৫

সংসার, সন্তান দেখাশোনাসহ বাড়ির নানা কাজের মধ্যে সামান্য কিছু আয়ের জন্য নাটোরে গৃহস্থ নারীরা পেঁয়াজের ডগা কেটে বাড়তি উপার্জন করছেন। মণপ্রতি ৫০ টাকা উপার্জনে খুশি গ্রামের নিম্নআয়ের নারীরা।


রোববার নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের ঠাকুর লক্ষ্মীপুর এলাকায় ঘুরে প্রায় ১০টি পেঁয়াজের ক্ষেতে নারীদের রোদের মধ্যে পেঁয়াজের ডগা কাটতে দেখা যায়।


এ সময় মাঠে বসে পেঁয়াজের মাথা বটিতে কেটে বাছাই করছিলেন এলাকার ষাটোর্ধ্ব মনোয়ারা বেগম। তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির কাজ শেষ করে এসেছি, যোহরের আযানের আগেই চলে যাবো। দুই থেকে আড়াই মণ যা হয় হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us