স্মার্টফোন কি বাজার হারাচ্ছে, যা ভাবছে বড় কোম্পানিগুলো

ডেইলি স্টার প্রকাশিত: ০৭ মার্চ ২০২৩, ১৬:৩২

স্পেনের বার্সেলোনায় গত ২ মার্চ শেষ হলো মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস, (এমডব্লিউসি) ২০২৩। প্রতিবারের মতো এবারও স্মার্টফোন দুনিয়ার বিভিন্ন নতুন প্রযুক্তি ও ফিচার হাজির করেছে প্রতিষ্ঠিত কোম্পানিগুলো। 


স্মার্টফোন দুনিয়ায় মন্দাভাব যেন অবশ্যম্ভাবিই ছিল। কোনো কিছুই চিরদিন জনপ্রিয় থাকে না- বিশেষ করে মোবাইল দুনিয়ায়। টেক দুনিয়ার অন্যান্য পণ্যের তুলনায় স্মার্টফোনের উত্থান ও জনপ্রিয়তা ছিল দ্রুত ও দীর্ঘস্থায়ী। কিন্তু গত কয়েক বছর ধরে স্মর্টফোনের বিক্রি ছিল পড়তির দিকে। প্রতিষ্ঠিত স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো এই অবস্থা পরিবর্তনের জন্য একটি 'ম্যাজিক বুলেট'-এর সন্ধানে ছিলেন। ফাইভজি প্রযুক্তি এ ক্ষেত্রে একটি মোড় পরিবর্তনকারী ঘটনা ছিল, কিন্তু এমন প্রযুক্তির দেখা তো আর প্রতিবছর পাওয়া যায় না। মেরামতযোগ্য ফোন তৈরিতে কোম্পানিগুলোর জন্য নতুন আইন করার যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেটি বিশ্বজুড়ে স্মার্টফোন বাজারে কী প্রভাব ফেলবে, তা হয়তো এখনই নিশ্চতভাবে বলা যাচ্ছে না। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us