চুলের যত্নে কদুর তেল

কালের কণ্ঠ প্রকাশিত: ০৬ মার্চ ২০২৩, ১৯:০০

চুল ভালো রাখতে দরকার ধৈর্য আর যত্ন। চুলের হাজারো সমস্যা রয়েছে। এই সমস্যা সমাধানের জন্য রয়েছে নানা রকম তেল। কারো চুল রুক্ষ, কারো চুল পাকা। কেউ চুল ঝরে যাওয়ার ভয়ে ভীত। কেউ খুশকিতে উসখুস করেন সারাক্ষণ। চুলের এত সব সমস্যার একমাত্র দাওয়াই হচ্ছে তেল। রুক্ষ চুলের সজীবতা ফিরিয়ে আনতে তেলের জুড়ি নেই। আবার তৈলাক্ত চুলের যত্নেও তেল চাই। দরকার শুধু নিয়মিত ব্যবহার। তেল চুলের গোড়ায় আর মাথার ত্বকে পুষ্টি জোগান দেয়। চুলের যত্নে শ্যাম্পু ও কন্ডিশনারসহ নানা প্রসাধনীর ব্যবহার আজকাল হরদম। কিন্তু সেগুলো যত ভালোই হোক গুণমানে তেলের ধারেকাছেও আসতে পারে না। চুল ও মাথার ত্বকের টিস্যুকে সতেজ রাখতে সাহায্য করে তেল। মাথার কোষগুলোকে পুনরুজ্জীবিত করতে তেলের কোনো তুলনা হয় না।


চুলে তেল মালিশের সময় যে ম্যাসাজ করা হয় তা-ও আমাদের চুল ও মাথার ত্বকের জন্য খুবই উপকারী। এতে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। তেলে থাকা পুষ্টিগুণ চুলের গোড়া অবধি পৌঁছে যায়। তেল মালিশের আগে সামান্য গরম করে নিলে আরো ফল পাওয়া যায়। এতে চুল ও মাথার ত্বক সহজে তেল শুষে নিতে পারে।

নিয়মিত তেল ম্যাসাজে মাথার খুশকি ও ময়লা দূর হয়। রাতে হালকা গরম তেল চুলে মেখে ঘুমালে মাথার ত্বক আর্দ্র থাকে। সকালে শ্যাম্পু করলে চুলের ময়লা ও মাথার ত্বকের খুশকি সহজে উঠে আসে। চুল পড়া রোধেও সাহায্য করে তেল। নিয়মিত তেল ব্যবহারে চুলের গোড়া মজবুত হয়। এতে চুল পড়া বন্ধ হয়। এ ছাড়া নতুন চুল গজাতেও সাহায্য করে তেল। যদি আপনিও চুল পড়া সমস্যায় ভোগেন, তবে আজ থেকেই নিয়মিত চুলে তেল ব্যবহার শুরু করতে পারেন।


উষ্কখুষ্ক রুক্ষ চুল সামলে রাখা বেশ কঠিন। এ জন্য মসৃণ চুলের প্রতি নারীদের আলাদা ভালো লাগা কাজ করে। রুক্ষ চুল বাগে আনতেও তেলের জুড়ি নেই। এ জন্য সপ্তাহে দুদিন মাথায় তেল ম্যাসাজ করুন। দুই সপ্তাহ পর থেকেই ফলাফল বুঝতে পারবেন। চুল মাথার ত্বকের রুক্ষতা দূর করে আর্দ্র ভাব ফিরিয়ে আনতে সাহায্য করে।


বাজারে নারকেল তেল, তিলের তেল, কাঠবাদাম তেল, জলপাই তেল, কদুর তেলসহ নানা উপাদানের তেল পাওয়া যায়। একেক তেলের রয়েছে একেক রকম গুণ। কদুর তেল চুলের জন্য খুবই উপকারী। নিয়মিত কদুর তেল ব্যবহারে চুল জ্বলমলে উজ্জ্বল হয়ে ওঠে। চুলের রুক্ষতা দূর হয়। সঠিক পুষ্টিগুণের কারণে চুল হারানো জৌলুস ফিরে পায় কয়েক দিনের মধ্যেই। চুল ঘনকালো ও লম্বা করতেও কদুর তেলের জুড়ি মেলা ভার। গরমকালে মাথা ঠাণ্ডা রাখতে কদুর তেলের গুণের কথা সর্বজনস্বীকৃত। এতে ঘুম ভালো হয়। মাথা ব্যথা উপশম, চুল পড়া বন্ধ, নতুন চুল গজানো ও মেজাজ ফুরফুরে রাখতে সাহায্য করে কদুর তেল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us