প্রাণঘাতী হিসেবে দুই যুগ আগে কিডনি রোগের অবস্থান ছিল ২৭তম, বর্তমানে ৭ম

সমকাল প্রকাশিত: ০৬ মার্চ ২০২৩, ১৩:০২

প্রাণঘাতী হিসেবে কিডনি রোগের অবস্থান দুই যুগ আগেও যেখানে ছিল ২৭তম, সেখানে বর্তমানে তা ৭ম অবস্থানে উঠে এসেছে।সোমবার ইনসাফ বারাকাহ হাসপাতালের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভার বক্তারা এমন তথ্য জানান।সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ড. মনোরঞ্জন ঘোষাল।


বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির সাবেক পরিচালক অধ্যাপক ডা. মো. ফিরোজ খান। সভাপতিত্ব করেন ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম।অধ্যাপক ডা. মো. ফিরোজ খান বলেন, কিডনি বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক পরিসংখ্যান থেকে জানা যায়, বর্তমানে বিশ্বব্যাপী কিডনি রোগীর সংখ্যা প্রায় ৮৫ কোটি। দিন দিন কিডনি রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী আশঙ্কা করা হচ্ছে- ২০৪০ সালের মধ্যে ৫০ লাখের বেশি কিডনি বিকল রোগী সংকটাপন্ন অবস্থায় চিকিৎসার অভাবে অকাল মৃত্যুবরণ করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us