বিশ্বজুড়ে নানা সম্প্রদায়ের মানুষের আচার-আচরণ, রীতিনীতি ভিন্ন ভিন্ন হলেও ফোন ধরার পরের সম্ভাষণ মোটামুটি সবারই এক। সেটা হচ্ছে হ্যালো! বিশ্বের ৯৮ শতাংশ মানুষই ফোন ধরার পর প্রথম শব্দটি বলেন ‘হ্যালো।’ কীভাবে এই সম্ভাষণ বা অভিবাদনের প্রচলন শুরু হলো? জেনে নিন সেটাই।
টেলিফোন সর্বপ্রথম আবিষ্কার করা হয় ১৮৭৬ সালে। আর এর ঠিক এক বছর পর ১৮৭৬ সালের ১০ মার্চ আলেকজান্ডার গ্রাহাম বেল সর্বপ্রথম তার সহকারীকে ফোন করেছিলেন। কিন্তু হ্যালো বলেননি তিনি। সেই সময় তিনি সম্ভাষণের জন্য ‘আহয়ই’ শব্দটি ব্যবহার করেছিলেন। নাবিকেরা সম্ভাষণ হিসেবে এই শব্দ ব্যবহার করতেন। শব্দটি বেশ কিছু দিন ব্যবহার হয়েছিল টেলিফোনে সম্ভাষণের জন্য। গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করলেও হ্যালো বলার প্রচলন তৈরি করেছিলেন অন্য এক ব্যক্তি।