স্বল্পোন্নত দেশগুলোয় এফডিআই প্রবাহ বৃদ্ধির আহ্বান আঙ্কটাডের

বণিক বার্তা প্রকাশিত: ০৬ মার্চ ২০২৩, ০৮:৩৩

বিশ্বের ৪৬টি স্বল্পোন্নত দেশে সহায়তার জন্য আরো বেশি বৈশ্বিক সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা (আঙ্কটাড)। এসব দেশ যেন নিজেদের অর্থনৈতিক উন্নয়নে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই আকর্ষণে সক্ষম হয় সেজন্য এ সহায়তার প্রত্যাশা করা হচ্ছে। কাতারের রাজধানী দোহায় চলমান পঞ্চম এলডিসি সম্মেলনে এ আহ্বান জানানো হয়। খবর দ্য ন্যাশনাল।


গত বছর বিভিন্ন ভূরাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে এসব দেশে এফডিআইয়ের প্রবাহ কমে যায়। চলতি বছরও প্রত্যাশিত বিনিয়োগ পাওয়া যাবে না বলেও আশঙ্কা করা হচ্ছে। ফলে স্বল্পোন্নত দেশ ও উন্নত দেশগুলোর মধ্যকার পার্থক্য আরো প্রকট হবে বলে মনে করছে আঙ্কটাড।


জাতিসংঘের জেনেভাভিত্তক সংস্থাটি বলছে, আগামী দশকে এলডিসিভুক্ত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের জন্য জোরালো আহ্বান জানাবে আঙ্কটাড। কভিড-১৯ মহামারীর কারণে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এলডিসি দেশগুলো। এর পরপরই শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং এর কারণে সৃষ্ট অর্থনৈতিক চ্যালেঞ্জ যেমন উচ্চ সুদের হার এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতি স্বল্পোন্নত দেশগুলোকে একধরনের সংকটের মধ্যে ফেলে দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us