মানুষের জীবনে এমন কিছু ঘটনা থাকে, যা তাকে এমনভাবে নাড়া দিয়ে যায়; জীবনের অংশ না হয়েও তার চিন্তা, মনন, আবেগ বা বিবেক থেকে সেই সবের ছায়া কিছুতেই সরে না । তানভীর মুহাম্মদ ত্বকীর নৃশংস হত্যাকাণ্ড আমার জন্য তেমনই এক ঘটনা। ত্বকীকে আমি কখনও দেখিনি। ত্বকীর বাবা রফিউর রাব্বি নারায়ণগঞ্জ জেলার সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনের একজন প্রথম সারির নেতৃস্থানীয় ব্যক্তি।
তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের নানা সামাজিক ও রাজনৈতিক অনাচার ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছেন। হঠাৎ যেদিন পত্র-পত্রিকা, বন্ধু ও সহকর্মীদের কাছে এই ভয়ংকর খবরটা পেলাম; সত্যি বলে মেনে নিতে পারিনি। জানতে পারি, ২০১৩ সালের ৬ মার্চ পাঠাগার থেকে বই আনার পথে দুর্বৃত্তরা ত্বকীকে তুলে নিয়ে যায় নারায়ণগঞ্জ শহরের পরিচিত আল্লামা ইকবাল রোডের টর্চার সেলে।