কী বার্তা দিল ত্রিপুরা নির্বাচন

দৈনিক আমাদের সময় ড. কাজল রশীদ শাহীন প্রকাশিত: ০৪ মার্চ ২০২৩, ১০:০৫

ত্রিপুরার নির্বাচনের ফলাফল কী বার্তা দিল ভারতের রাজনীতিতে যখন আদানিকাণ্ডে বিরোধী দল কাছা মেরে নেমেছে মোদির বিরুদ্ধে। কংগ্রেস তো বটেই, অন্য বিরোধী দলগুলোও সংসদ ও মাঠের রাজনীতিতে সরগরম এখন মোদি ও বিজেপির বিরুদ্ধে।


প্রতিপক্ষকে প্রশ্নবিদ্ধ ও কোণঠাসা করার মোক্ষম অস্ত্র পেয়ে সবাই শান দিচ্ছিল অস্ত্রে, তখন বিজেপির এই বিজয় প্রমাণ করে বক্তৃতা-বিবৃতিতে এই অস্ত্র জুতসই হলেও ভোটের মাঠে তা হালে পানি পাওয়ার নয়। ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড নির্বাচন কি সেই বার্তাই দিল? গত বৃহস্পতিবারের ফলাফলে সেটাই প্রমাণ করে কি? ত্রিপুরায় বিজেপি ৩২ আসন নিয়ে আবার সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সেখানে মোট আসন ৬০, সরকার গড়তে দরকার ৩১। শাসক দল বিজেপির গতবারের নির্বাচনী ফলাফলের তুলনায় এবার দশটি আসন কমলেও ক্ষমতা ধরে রাখতে পেরেছে এবং একক সংখ্যাগরিষ্ঠ দল তারাই। মেঘালয়ে মোট আসন ৬০, সরকার গঠনে দরকার ৩১। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us