You have reached your daily news limit

Please log in to continue


ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ সংকটই বৃদ্ধি করছে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের অতিরিক্ত দাম মার্কিন ভোটারদের ওপর প্রভাব ফেলেছে। এ যুদ্ধের ফলে আগ্রাসী শক্তিগুলো লাভবান হচ্ছে, অস্ত্রের ব্যবহার এবং উৎপাদন বাড়ছে, মানুষ গৃহহীন ও উদ্বাস্তু হচ্ছে প্রতিনিয়ত, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, মূল্যস্ফীতির করালগ্রাসে পড়ছে মানুষ। উন্নয়নশীল দেশগুলোর প্রবৃদ্ধি ধীর হয়ে গেছে বা থেমে যাচ্ছে প্রায় সবকিছুই।

ইউক্রেন যুদ্ধের প্রথম বর্ষপূর্তিতে নতুন করে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন ফার্ম, ব্যাংক, উৎপাদকসহ বেশকিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন অর্থ বিভাগ বলছে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান রাশিয়ার বিরুদ্ধে জারিকৃত পূর্ববর্তী নিষেধাজ্ঞাগুলো এড়াতে ক্রেমলিনকে সহায়তা দিয়েছে। বিবিসি বলছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা সামগ্রী যেন রাশিয়ার হাতে না পৌঁছায়, তা নিশ্চিত করতে এবারের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাশিয়া ও রাশিয়ার বাইরে চীনসহ বিভিন্ন দেশের অন্তত ৯০টি কোম্পানি এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে যতদিন দরকার, ততদিন পর্যন্ত ইউক্রেনে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান জারি রাখার কথাও বলা হয়েছে। এদিকে জ্বালানি অবকাঠামো শক্তিশালী করতে ইউক্রেন ও তার প্রতিবেশী মলদোভায় ৫৫০ মিলিয়ন ডলারের সহায়তাও ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন