কিছুটা কমেছে রপ্তানির গতি

সমকাল প্রকাশিত: ০৩ মার্চ ২০২৩, ০৭:৩১

পণ্য রপ্তানিতে গত বছরের শেষ মাসগুলোর ইতিবাচক ধারা ফেব্রুয়ারিতেও অব্যাহত আছে। তবে আগের মাসগুলোর চেয়ে রপ্তানির পরিমাণ কিছুটা কমে এসেছে। গত ফেব্রুয়ারি মাসে রপ্তানির পরিমাণ ছিল ৪৬৩ কোটি ডলার। আগের চার মাসে গড়ে ৫০০ কোটি ডলারের বেশি ছিল এটি।  ফেব্রুয়ারি মাসে লক্ষ্যমাত্রা থেকে প্রায় ৪ শতাংশ কম হয়েছে রপ্তানি আয়।


অবশ্য আগের মাসগুলোতে ভালো রপ্তানি আয়ের সুবাদে চলতি অর্থবছরের জুন থেকে ফেব্রুয়ারি– এ আট মাসে সার্বিক রপ্তানি বেড়েছে ১০ শতাংশের মতো।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন বিশ্লেষণে এমন প্রবণতাই লক্ষ্য করা গেছে। গত চার মাসের রপ্তানির তথ্য ঘেঁটে দেখা যায়, গত বছরের অক্টোবর পর্যন্ত রপ্তানির পরিমাণ আগের অর্থবছরের একই সময়ের চেয়ে কম ছিল। অক্টোবরে রপ্তানি হয় ৪৩৫ কোটি ডলারের পণ্য। পরের মাসে তা বেড়ে দাঁড়ায় ৫০৯ কোটি ডলারে। ডিসেম্বরে আরও বেড়ে রেকর্ড হয়। একক মাস হিসেবে সর্বোচ্চ ৫৩৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয় মাসটিতে। জানুয়ারিতেও সে ধারা অনেকটা অব্যাহত থাকে। রপ্তানি হয় ৫১৪ কোটি ডলারের। তবে আগের মাসের চেয়ে কিছুটা কমে যায়। সর্বশেষ ফেব্রুয়ারিতে আরও কমলো। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us