দুইবছর আগে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের হাথরাস জেলায় ১৯ বছরের এক দলিত তরুণী ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত চারজনের তিনজনকেই বেকসুর খালাস দিয়ে একজনকে দোষী সাব্যস্ত করেছে আদালত।
২০২০ সালের সেপ্টেম্বরে হাথরাস নিবাসী ওই তরুণীকে গণধর্ষণ এবং হত্যা করার অভিযোগ উঠেছিল। রাজধানী দিল্লির এক হাসপাতালে ভর্তি ছিলেন তরুণী। তারপরই তার মৃত্যু হয়। পরিবার দাবি করেছিল, যতক্ষণ পর্যন্ত না অভিযুক্তদের পাকড়াও হয় ততক্ষণ মৃতদেহ দাহ করা হবে না।
তবে কর্তৃপক্ষ পরিবারের অনুমতি না নিয়ে রাতের অন্ধকারেই মৃতেদেহ দাহ করে বলে অভিযোগ ওঠে। সেই ঘটনা নিয়ে ভারতের রাজনীতিতে তোলপাড় দেখা দেয়। নিন্দিত হয় বিশ্বজুড়েও।