কর্ণফুলীর দূষণ রোধে ‍‌‘বিনি সুতার মালা’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ মার্চ ২০২৩, ০৯:১৪

কর্ণফুলী নদী রক্ষায় তিন দিনব্যাপী সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলার প্রথম দিন সম্পন্ন হয়েছে ‘বিনি সুতার মালা’।


বুধবার (১ মার্চ) কর্ণফুলী নদীতে ভাসমান মঞ্চে দিনভর হয় এ অনুষ্ঠান। এক ঘাট থেকে অন্য ঘাটে ঘুরে ঘুরে কর্ণফুলী দখল ও দূষণমুক্ত করার গুরুত্ব সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। পাশাপাশি আঞ্চলিক গান ও পাহাড়ি নৃত্যের আয়োজন করা হয়।


ভাসমান মঞ্চ কর্ণফুলী নদীর সদরঘাট, চরপাথরঘাটা সাম্পান ঘাট, গাইজ্জার ঘাট, তোতার বাপের হাট, কালুরঘাট, বোয়ালখালী হয়ে নগরীর ব্রিজ ঘাট, অভয়মিত্র ঘাট ও বাংলাবাজার ঘাটে গিয়ে শেষ হয়।


বুধবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাম্পান খেলা ও চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলা ১৪২৯-এর প্রধান সমন্বয়ক শাহেদুর রহমান শাহেদ।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক হায়দার আলী। প্রধান বক্তা ছিলেন কর্ণফুলী গবেষক প্রফেসর ড. ইদ্রিস আলী। বিশেষ অতিথি ছিলেন চরপাথরঘাটার সাবেক প্যানেল চেয়ারম্যান আবদুর রাজ্জাক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us