সবচেয়ে প্রাচীন বিয়ের গাউন

দেশ রূপান্তর প্রকাশিত: ০১ মার্চ ২০২৩, ১৬:১০

১৭ শতকে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হয়েছে অত্যাশ্চর্য এক পোশাক। সিল্ক সার্টিনের ওপরে রুপার কারুকাজ করা আকর্ষণীয় ওই পোশাকটিকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রাচীন বিয়ের গাউন। লিখেছেন নাসরিন শওকত


১৬৬০ সালের কথা। মূল্যবান ধনরত্ন ও বিলাসবহুল পণ্যের ভান্ডারবোঝাই একটি জাহাজ উত্তর সাগরের বুক দিয়ে বয়ে চলেছে। এই সাগর তীরবর্তী নেদারল্যান্ডসের টেক্সেল উপকূল পাড়ি দেওয়ার সময় জাহাজটি ডুবে যায়। প্রায় চার শতাব্দী পর জাহাজটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। সেখান থেকে পাওয়ায় গেছে, সিল্ক সার্টিনের ওপরে রুপার কারুকাজ করা জমকালো একটি বিয়ের গাউন। বিস্ময়কর শোনালেও পোশাকটি এখনো অক্ষত রয়েছে। ১৭ শতকের গাউনটি ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় দুষ্পাপ্য হয়ে উঠেছে। নেদারল্যান্ডসের কাপ স্কিল জাদুঘরের শোভা পাচ্ছে প্রাচীনকালের সাক্ষী এই পোশাকটি ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us