গোপালগঞ্জ: ৯০ মিনিট শেষে কোনো দলকেই অবিচ্ছিন্ন করা যায়নি। সাধারণত গ্রুপ পর্বে কোনো ম্যাচ ড্র হলে এক পয়েন্ট করে পায় দুই দল।
কিন্তু গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে দুই দলকে আলাদা করতেই হতো। তাই টাইব্রেকারের আশ্রয় নেন রেফারি। যেখানে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৫-৪ গোলে হারায় আবাহনী লিমিটেড। গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে খেলবে তারা। রানার্সআপ হয়েছে শেখ রাসেল। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে রেফারি বাঁশির বাজার পর থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আবাহনী।