যৌথ বাহিনীর কমান্ডারকে বরখাস্ত করলেন জেলেনস্কি

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৮

ইউক্রেনের যৌথ বাহিনীর কমান্ডার মেজর জেনারেল এডওয়ার্ড মিখাইলোভিচ মোসকালোভকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। রবিবার (২৬ ফেব্রুয়ারি) এক ডিক্রিতে এ কথা জানান তিনি।


গত বছর মার্চেই এ পদে নিয়োগ পেয়েছিলেন তিনি। তখন কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসন প্রধানের দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ওলেকসান্দ্র পাভলুইক।


যৌথ বাহিনীর কমান্ডার মোসকালোভম কেন বরখাস্ত করা হয়েছে, এ নিয়ে কোনও ব্যাখ্যা দেননি জেলেনস্কি। তবে দীর্ঘ সময় ধরে জেলেনস্কি প্রশাসনের নেতৃত্বে পরিবর্তন আনার চলমান প্রক্রিয়ার সর্বশেষ ঘটনা এটি। গত বছরের মাঝামাঝিতে ইউক্রেনের নিরাপত্তা সংস্থার (এসবিইউ) প্রধান এবং প্রসিকিউটর জেনারেলকে বরখাস্ত করেছিলেন জেলেনস্কি।


উল্লেখ্য, ইউক্রেনীয় কর্তৃপক্ষ সম্প্রতি সারা দেশে দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। এতে দেশটির অনেক উচ্চ-পদস্থ ব্যক্তিকে বরখাস্ত করা হয়। তবে মোসকালোভের বরখাস্তের সঙ্গে এই বিষয়ের কোনও যোগসূত্র আছে কিনা তা জানা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us