মাঝ আকাশে ইঞ্জিন বিকল, কলকাতায় বিমানের জরুরি অবতরণ

সমকাল প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩১

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কলকাতা থেকে ব্যাংককগামী স্পাইসজেটের একটি বিমান। ব্যাংককের উদ্দেশ্যে কলকাতা থেকে ওড়ার ১৭ মিনিটের মাথায় তীব্র ঝাঁকুনি দিয়ে একটি ইঞ্জিন বিকল হয়ে যায় বিমানটির। এরপরেই বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে বিমানটি জরুরি অবতরণ করেন পাইলট।


জানা যায়, বিমানটিতে ১৭৮যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন।


কলকাতা বিমানবন্দরের সূত্র জানায়, গতকাল রাত ১টা ৯ মিনিটে কলকাতা থেকে টেক অফ করে বিমানটি। স্পাইস জেটের বিমানটি ওড়ার ১৭ মিনিটের মধ্যেই পাইলট ডানদিকের ইঞ্জিনে ব্যাপক ঝাঁকুনি অনুভব করেন। মাঝআকাশে ওই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরাও।


এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। তারপরেই ইমার্জেন্সি ল্যান্ডিং অর্থাৎ জরুরি অবতরণের কথা ঘোষণা করা হয়। শেষে বাঁ দিকের একমাত্র সচল ইঞ্জিনে ভর করেই মাঝআকাশ থেকে মুখ ঘুরিয়ে রাত দেড়টার দিকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে স্পাইস জেটের বিমানটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us