You have reached your daily news limit

Please log in to continue


ভোটের রাজনীতি, জোটের রাজনীতি

বাংলাদেশে ভোটের সাথে জোটের একটা সম্পর্ক আছে। যতই নির্বাচন মানে ভোট কাছাকাছি আসে, ছোট ছোট দলগুলো ততই তৎপর হয় জোটবদ্ধ হতে। নির্বাচন হলো ছোট দলগুলোর মৌসুম। সর্বশেষ নিবন্ধন পাওয়া দলসহ বর্তমানে বাংলাদেশে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল আছে ৪০টি।

এছাড়া আরও শতাধিক দলের নাম আছে রাজনীতির মাঠে। এরমধ্যে বেশিরভাগই নামসর্বস্ব, ব্যক্তি নির্ভর। এমনকি নিবন্ধিত দলের মধ্যেও নামসর্বস্ব দল আছে। আসলে নিবন্ধিত দলগুলোর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ছাড়া আর কারো তেমন ভোট নেই।


নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীরও কিছু ভোট আছে। এই চারটি দল মিলেই বাংলাদেশের ভোটের বেশিরভাগ পায়। এর বাইরে দুয়েকটি ইসলামী দলের কিছু ভোটের পকেট আছে। বাকিদের ভোটের হিসাব অণুবীক্ষণ যন্ত্র ছাড়া আবিষ্কার করা যাবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন