জাপানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৪

জাপানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৭ মিনিটে দেশটির উত্তরাঞ্চলের জাপানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৭ মিনিটে দেশটির উত্তরাঞ্চলের হোক্কাইডোতে ভূমিকম্পটি অনুভূত হয়।


ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) ও জাপান আবহাওয়া সংস্থা এ তথ্য জানিয়েছে। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি প্রায় ৪৩ কিলোমিটার গভীরতায় আঘাত হানে। ভূমিকম্পে উপকূলীয় শহর কুশিরো এবং নেমুরোকে কেঁপে ওঠে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এদিকে এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা আঘাতের কোনো তাৎক্ষণিক প্রতিবেদন প্রকাশ হয়নি। জাপানে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ অবস্থিত। এটি একটি তীব্র ভূমিকম্পের ক্রিয়াকলাপ, যা দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত। ভবনগুলো যেন শক্তিশালী ভূমিকম্প সহ্য করতে পারে তা নিশ্চিত করার উদ্দেশ্যে দেশটির কঠোর নির্মাণ বিধি রয়েছে। এ ছাড়াও বড় ঝাঁকুনির জন্য প্রস্তুত থাকতে সেখানে নিয়মিত জরুরি মহড়া অনুষ্ঠিত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us