নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে গরু ব্যবসায়ীর গোড়ালি বিচ্ছিন্ন

প্রথম আলো প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৭

পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে একজন গরু ব্যবসায়ীর বাঁ পায়ের গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।


আজ শনিবার বেলা আড়াইটার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি সীমান্তের ৪৫ নম্বর বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) পিলার এলাকায় এ স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।


পা হারানো ব্যক্তির নাম মো. গোলাম আকবর (২৫)। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি গ্রামের ছৈয়দ আজিমের ছেলে।


গোলাম আকবর মিয়ানমার থেকে সীমান্ত অতিক্রম করে চোরাই পথে গরুর এনে বিক্রি করতেন বলে স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন।


নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) নুরুল আবছার প্রথম আলোকে বলেন, জামছড়ি এলাকাটি নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এবং উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে। জামছড়ি বিওপির বিপরীতে মিয়ানমার রাখাইন রাজ্যের সালিডং এলাকা। সেখানে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) একটি চৌকি রয়েছে। সীমান্ত পার হয়ে মিয়ানমারের ভূখণ্ডের সামান্য ভেতরে মাইন বিস্ফোরণে গোলাম আকবর আহত হন।


নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজাহান প্রথম আলোকে বলেন, মাইন বিস্ফোরণে আহত গোলাম আকবরকে তাঁর স্বজনেরা চিকিৎসার জন্য কক্সবাজারে নিয়ে গেছেন। তিনি সম্ভবত সীমান্তের ওপারে গরু আনার জন্য গিয়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us