সাজার সাড়ে ৯ বছর পর মাদক কারবারি গ্রেফতার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩১

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মোঃ জাহাঙ্গীর আলম নামে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতার জাহাঙ্গীর উপজেলার ব্রজপাটলী গ্রামের আনসার গাজীর ছেলে। র‌্যাব জানায়, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় মাদক কারবার চালিয়ে আসছিলেন।


২০১৩ সালের আগস্টে ১ হাজার ২২ বোতল ফেনসিডিলসহ তাকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। তার নামে নড়াইলের সদর থানায় মামলা হয়। জামিনে মুক্তি পেয়ে তিনি ফের মাদক কারবারি করতে থাকেন। আদালত ওই মামলায় জাহাঙ্গীরের যাবজ্জীবন সাজাসহ অর্থদণ্ড দেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারতসহ দেশে পালিয়ে বেড়ান জাহাঙ্গীর। পরবর্তীতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us