‘ওয়েলকাম টু স্মার্টভার্স’ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) শুরু হয়েছে চার দিনব্যাপী তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘বেসিস সফটএক্সপো ২০২৩’।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের জাতীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত ‘বেসিস সফটএক্সপো’র প্রথমদিন দর্শনার্থীর তেমন চাপ না থাকলেও শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ছুটির দিন হওয়ায় উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এদিন বিকেলে বেসিস সফটএক্সপোর বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে এমনই চিত্র চোখে পড়ে।
বেসিস সফটএক্সপোতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহানাজ আক্তার সুরভী বলেন, বৃহস্পতিবার এ প্রদর্শনী শুরু হলেও ব্যস্ত থাকায় আসা হয়নি। আজ ছুটির দিন হওয়ায় বান্ধবীদের নিয়ে ঘুরতে এসেছি। গত কয়েক বছর ধরে আমার এ প্রদর্শনীতে আসা হয়। এখানে এসে তথ্যপ্রযুক্তি সম্পর্কে অনেককিছু জানা সম্ভব। এছাড়া বাংলাদেশের সক্ষমতা, সম্ভাবনা ও বিভিন্ন উদ্ভাবন সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা যায়।