You have reached your daily news limit

Please log in to continue


মন্ত্রী আসবেন তাই গাছ কেটে হেলিপ্যাড প্রস্তুত করছেন আয়োজকরা

জামালপুরে শিক্ষামন্ত্রী দীপু মনি আসার খবরে জামালপুর-সরিষাবাড়ী আঞ্চলিক মহাসড়কের বেশ কয়েকটি গাছ কেটে হেলিপ্যাড নির্মাণের অভিযোগ উঠেছে হাসিল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রকৌশলী নূরুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে সুযোগ পেলেই সড়কের পাশের গাছ কাটেন তিনি। কয়েকবছর আগেও একই জায়গা থেকে তিনি প্রায় দুই শতাধিক গাছ কেটে নেন।

এনিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রকৌশলী নূরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, গাছগুলো কে বা কারা কেটেছে তিনি জানেন না। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই ভালো বলতে পারবেন। আরও পড়ুন: রাতের আঁধারে বাগানের গাছ কেটে দিলো দুর্বৃত্তরা স্থানীয় একাধিক সূত্র জানায়, রোবাবর (২৬ ফেব্রুয়ারি) সকালে হেলিকপ্টারযোগে জামালপুরে আসবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি। ওইদিন বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্কুল-কলেজ পরিদর্শন করবেন তিনি। তারই ধারাবাহিকতায় বিকাল তিনটা ৪৫ মিনিটে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে হাসিল স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনে আসবেন।

তার আসার খবরে সড়কের পাশে বেশ কয়েকটি গাছ কেটে হলিপ্যাড নির্মাণের নির্দেশ দেন ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রকৌশলী নূরুল ইসলাম। এ নিয়ে এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা দেখা দিলে বৃহস্পতিবার দুপুরে গাছ কাটা বন্ধ করেন তারা। স্থানীয়রা অভিযোগ করেন, হাসিল বটতলা থেকে কামালখান বাজার পর্যন্ত সড়কের দুপাশে নানা ধরনের গাছ রয়েছে। হঠাৎ কাউকে কিছু না জানিয়ে প্রকৌশলী নূরুল ইসলামের নির্দেশে সড়কের পাশের বেশ কয়েকটি গাছ কাটা হচ্ছিলো। খবর পেয়ে দুপুরে এলাকাবাসী একত্রিত হয়ে গাছ কাটতে বাঁধা দেন। পরে এলাকাবাসীর তোপের মুখে গাছ কাটা বন্ধ করতে বাধ্য হন তারা। ওই গ্রামের বাসিন্দা সেলিম জানান, সড়কের পাশের এ গাছগুলো তারা রোপণ করেছেন। এখন সে গাছ রাস্তায় পড়ে সরকারি গাছ হয়েছে। সরকার তাদের প্রয়োজনে এ গাছ যদি কেটে নেয় তাহলে কোনো দাবি নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন