৬৯ বিলিয়ন মানে ৬ হাজার ৯০০ কোটি ডলারে 'কল অব ডিউটি' এবং 'ক্যান্ডি ক্রাশ'-এর মতো জনপ্রিয় গেম নির্মাতা 'অ্যাকটিভেশন ব্লিজার্ড' অধিগ্রহণ চুক্তি করেছে মাইক্রোসফট। এ অধিগ্রহণ সম্পন্ন হলে ভিডিও গেমিং খাতে মাইক্রোসফটের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হবে, যাতে ক্ষতিগ্রস্ত হবে প্রতিযোগী নির্মাতা ও গেমাররা- এমন অভিযোগ এনে মাইক্রোসফটকে কাঠগড়ায় তুলেছে জাপানি গেমিং কোম্পানি সনি।
গেমিং কনসোল প্লেস্টেশন নির্মাতা সনির অভিযোগ হচ্ছে, এ অধিগ্রহণের মাধ্যমে বিশ্বের জনপ্রিয় গেমগুলোর ওপর মাইক্রোসফটের একপেশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আদালতে গত মঙ্গলবার শুনানি হয়েছে। গেম খেলার ডিভাইস মাইক্রোসফটের এক্সবক্স-এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী সনি প্লেস্টেশন।