ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস আয়ারল্যান্ড ও অ্যাশেজ সিরিজের জন্য তার আইপিএল আসর সংক্ষিপ্ত করবেন বলে নিশ্চিত করেছেন। গত ডিসেম্বরে অনুষ্ঠিত নিলামে ১.৬ মিলিয়নে তাকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
গত শুক্রবার আইপিএল ম্যাচের সময়সূচি প্রকাশ করা হয়েছে। এবার আসরের ফাইনাল হবে ২৮ মে। আয়ারল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের একমাত্র টেস্ট শুরু হবে ১ জুন, তারপরেই রয়েছে অ্যাসেজ সিরিজ।
পাকিস্তান সুপার লিগ খেলতে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে আসছে না ইংল্যান্ডের বেশ কিছু খেলোয়াড়। অনেকে চুক্তির আওতাভুক্ত থাকলেও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের স্বাধীনতা দিচ্ছে খেলার জন্য।
‘হ্যা, আমি খেলব। নিজেকে পূর্ণ সময় দিয়ে প্রস্তুত করব এবং ফিরে এসে ম্যাচ খেলব।’ আয়ারল্যান্ড টেস্টের বিষয়ে উত্তর ওয়ানডে বিশ্বকাপজয়ীর।
এবারের আইপিএল আসরে ইংল্যান্ডের আট খেলোয়াড় দল পেয়েছেন যার মধ্যে ছয়জন ইসিবির কেন্দ্রীয় চুক্তির আওতায় রয়েছে। তারা হলেন-জো রুট, মার্ক উড, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, জোফরা আর্চার এবং স্যাম কুরান। ইসিবি তাদের ফিরে আসার জন্য একটি তারিখ নির্ধারণ করে দিতে পারে।