ভবনে অগ্নি নিরাপত্তা: ঢাকায় অভিযানে নামবে ফায়ার সার্ভিস

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২৬

অগ্নি নিরাপত্তা সনদ নেই রাজধানী ঢাকার এমন ভবন ও প্রতিষ্ঠানগুলোর খোঁজে অভিযানে নামার ঘোষণা দিয়েছে ফায়ার সার্ভিস।


সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে আগামী সপ্তাহ থেকে এ অভিযান চালানো হবে বলে বুধবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন ফায়ার সার্ভসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন।


সংস্থার প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, এরই মধ্যে রাজউক এবং সিটি করপোরেশনের সঙ্গে ভ্রাম্যমাণ আদালত করে আইন প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


গুলশানে একটি বহুতল ভবনে গত রোববার সন্ধ্যা ৭টায় আগুন লাগার পর তা নেভাতে চার ঘণ্টার বেশি সময় লাগে ফায়ার সার্ভিসের কর্মীদের। ভয়াবহ ওই আগুন থেকে বাঁচতে সেদিন রাতে ভয়ে লাফিয়ে পড়ে সেখানে থাকা দুইজনের মৃত্যু হয়।


রাজধানীর অভিজাত এলাকার একটি ভবনে আগুন লাগার এ ঘটনার পর অগ্নি নিরাপত্তার বিষয়টি আবার সামনে আসে।


এ ঘটনার পরদিন পরিদর্শনে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভবনটি দেখতে সুদৃশ্য হলেও নিরাপত্তার দিক থেকে অনেক ঘাটতি খুঁজে পান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us