ভাষা আন্দোলনের মাধ্যমে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা আমাদের অহংকার ও গৌরবের। বাংলা ভাষার অধিকার প্রশ্নে বায়ান্নে তরুণেরা রক্ত দিলেও সেখানে বিশ্বের সব ভাষাভাষী মানুষের মাতৃভাষার মর্যাদা রক্ষার চেতনাও ছিল নিহিত।
দুঃখজনক হচ্ছে, ভাষা আন্দোলনের ৭০ বছর পরও সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার ও মর্যাদা রক্ষায় আমাদের নানা সংকট ও প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হচ্ছে। সেখানে এ অঞ্চলের অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষের ভাষার কী হাল, সেদিকে আমাদের নজর নেই বললেই চলে।
ম্রো জনগোষ্ঠীর বিলুপ্তপ্রায় ভাষা রেংমিটচা আর আটজন মানুষ মারা গেলে পুরোপুরি হারিয়ে যাবে। এমনকি বন্ধ হয়ে গেছে সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠী সাঁওতালদের ভাষার প্রথম স্কুলও। বিষয়টি খুবই হতাশাজনক।