খুন, হামলা ও লুটের ঘটনায় অবশেষে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১৮

লুটপাটের উদ্দেশ্যে দমদমের নাগেরবাজার এলাকায় এক প্রৌঢ়াকে খুন করা হয়েছিল গত বছরের ডিসেম্বরে। এর পরে প্রায় একই কায়দায় ফেব্রুয়ারি মাসে নিমতা থানা এলাকায় হামলা হয় এক বৃদ্ধার উপরে। তিনি গুরুতর ভাবে জখম হন। এই দু’টি ঘটনায় হামলার ধরন দেখে তদন্তকারীদের অনুমান ছিল, একই দুষ্কৃতী দু’টি অপরাধ করেছে। ব্যারাকপুর কমিশনারেটের তদন্তকারীরা অবশেষে গ্রেফতার করেছেন সেই অভিযুক্তকে। তার নাম রবিউল গাজি (৩২)। সে বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা বলে জেনেছে পুলিশ।


মঙ্গলবার ব্যারাকপুরের ডেপুটি পুলিশ কমিশনার অজয় প্রসাদ জানান, দু’টি ঘটনাতেই কৌশল ছিল এক। বাগান পরিষ্কার করা বা গাছ থেকে নারকেল পেড়ে আনার মতো কাজের নাম করে বাড়িতে ঢুকেছিল রবিউল। তার পরে সুযোগ বুঝে এক জনকে খুন এবং অন্য জনকে জখম করে গয়নাগাঁটি লুট করে চম্পট দেয় সে। নাগেরবাজারের ঘটনায় অভিযুক্তের আক্রমণে মৃত্যু হয় মুনমুন মুখোপাধ্যায়ের (৬২)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us