রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিউ স্টার্ট চুক্তিতে রাশিয়া তাদের অংশগ্রহণ স্থগিত করছে।
দুই পক্ষের কৌশলগত পারমাণবিক অস্ত্রাগার সীমিত রাখতে করা হয়েছিল এ চু্ক্তি। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ কেবল এই চুক্তিটিই কার্যকর ছিল।
পুতিন অবশ্য জোর দিয়ে বলেছেন, তিনি চুক্তিটি থেকে সরে যাচ্ছেন না। কিন্তু চুক্তিটি আপাতত স্থগিত হয়ে যাওয়ার কারণেও যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যকার অস্ত্র নিয়ন্ত্রণের সর্বশেষ স্তম্ভ বিপন্ন হয়ে পড়বে।