এপ্রিলে আসছে পাকিস্তানের যুবারা

সমকাল প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৬

গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স পাওয়া যায়নি বাংলাদেশ দলের কাছ থেকে। এবারের অনূর্ধ্ব-১৯ দলটিকে তাই একটু পরিকল্পিতভাবে গড়ে তোলার চেষ্টা করছে বিসিবি। ২০২০ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের মতো এবারের দলটিকেও বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে বোর্ড। স্টুয়ার্ট ল'র অধীনে তারা পাকিস্তানে একটি সিরিজ খেলে এসেছে। এপ্রিলে দেশের মাটিতে ফিরতি সিরিজ খেলবে। 


বিসিবি থেকে জানা গেছে একটি চার দিনের, পাঁচটি এক দিনের ও একটি টি২০ ম্যাচ হবে দ্বিপক্ষীয় এ সিরিজে। হোম সিরিজের আগে আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলার সুযোগ পাচ্ছে যুবারা। নিরপেক্ষ এই ভেন্যুতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আয়োজন করবে সিরিজটি। যেখানে বাংলাদেশের সঙ্গে থাকছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল।


২০২৪ সালে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এখনও প্রায় এক বছর দল গোছানোর সময় পাবে বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগ। তাই বিশ্বকাপ নিয়ে এখনই ভাবতে চায় না তারা। বরং ইয়ুথ ক্রিকেট লিগ (ওয়াইসিএল) থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করে যোগ করার উদ্যোগ নিয়েছে। ওয়াইসিএলের খেলা চলায় খেলোয়াড় বাছাইয়ের কাজ করছেন জুনিয়র নির্বাচকরা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us