যারা মায়াকান্না করে তারা জানুক, পাকিস্তান আজ দেউলিয়া: আ জ ম নাছির

সমকাল প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৫

যারা মায়াকান্না করে তারা জানুক, পাকিস্তান আজ দেউলিয়া বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি চেয়েছিলেন এবং সেই পথেই এগিয়ে গিয়ে সোনার বাংলা বাস্তবায়নের স্বপ্ন দেখেছিলেন। মাত্র সাড়ে তিন বছরের মাথায় তাকে সপরিবারে নিষ্ঠুরভাবে হত্যা করে বাঙালির হাতে আবারও শৃঙ্খল পরিয়ে দেওয়া হয়। কিন্তু সেদিন যারা দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছেন। এখনো যারা পাকিস্তানের জন্য মায়াকান্না করেন, সেই দেশটি এখন দেউলিয়া হতে চলেছে। বর্তমানে পাকিস্তানে মাত্র ১৩ দিনের রিজার্ভ আছে। বাংলাদেশের রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার।’


সোমবার বেলা ১১টার দিকে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্য অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নগরীর তৃণমূল পর্যায়ে দলকে পূনর্গঠনের মাধ্যমে আরও শক্তিশালী করা হবে বলে উল্লেখ করেন।


মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারম্নকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ত্রাণ সমাজকল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন, নির্বাহী সদস্য অ্যাডভোকেট কামাল উদ্দীন আহমেদ, মো. জাবেদ, থানা আওয়ামী লীগের কাজী আলতাফ হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের শামসুল আলম ও জানে আলম। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, সম্পাদক মণ্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, মশিউর রহমান চৌধুরী, আবু তাহের, আব্দুল আহাদ, জোবাইরা নার্গিস খান প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us