You have reached your daily news limit

Please log in to continue


ছ’ঘণ্টা দেরি, বিমান সংস্থাকে ‘মিষ্টি অথচ আক্রমণাত্মক’ চিঠি লিখে দিল চ্যাটজিপিটি

বিমান দেরিতে আসায় ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে বসে থাকতে হয়েছিল মহিলাকে। ওই বিমানের সকল যাত্রীই হেনস্থার শিকার হন। বিমান সংস্থার কাছে এ বিষয়ে অভিযোগ জানাতে চ্যাটজিপিটির আশ্রয় নিলেন মহিলা। ফলও পেলেন হাতেনাতে।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে মহিলা চ্যাটজিপিটিতে তাঁর অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, বিমান সংস্থার উদ্দেশে একটি ‘মিষ্টি অথচ আক্রমণাত্মক এবং কড়া’ ইমেল লেখার নির্দেশ তিনি দিয়েছিলেন চ্যাটজিপিটিতে। কয়েক মুহূর্তের মধ্যেই মহিলার উদ্দেশ্য সফল হয়েছে। তিনি যেমন চেয়েছিলেন, ঠিক তেমন চিঠি লিখে ইমেল আকারে তা সংশ্লিষ্ট সংস্থাকে পাঠিয়ে দিয়েছে কৃত্রিম মেধা সম্পন্ন এই প্রযুক্তি। আরও পড়ুন: জোশীমঠের পর বদ্রীনাথ হাইওয়েতে নতুন ফাটল, চওড়া হচ্ছে পুরনোগুলিও! চারধাম যাত্রা নিয়ে উদ্বেগ স্বরার বিয়ে অবৈধ! অভিনেত্রীকে মানতে হবে শর্ত, জানালেন সর্বভারতীয় মুসলিম জামাতের প্রধান গাড়ি রাখা নিয়ে হাতাহাতি থেকে গুলি, আগুন! রণক্ষেত্র পটনার গ্রাম চ্যাটজিপিটির কীর্তিতে মুগ্ধ ব্যবহারকারী মহিলা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন