বঙ্গোপসাগরে ৯ জেলেকে ‘গুলি করে ও কুপিয়ে’ সাগরে ফেলেছে ডাকাতরা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫৬

বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারের মাঝিসহ নয় জেলেকে ডাকাতরা কুপিয়ে ও গুলি করে সাগরে ফেলে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।


বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, পাথরঘাটা মৎস্য বন্দর থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ‘এফবি ভাই ভাই’ নামের একটি মাছ ধরার ট্রলারে শুক্রবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।


এ সময় ডাকাতরা ট্রলারে থাকা বাকি নয় জেলেকে জিম্মি করে মালামাল লুট করে নিয়ে যায় বলে জানান তিনি।


ট্রলার মালিকসহ সব জেলেদের বাড়ি বরগুনা জেলার নলী গ্রামে বলে জানা গেছে।

ট্রলার মালিক সমিতির সভাপতি বলেন, “ডাকাতরা চলে যাওয়ার সময় ট্রলারের ইঞ্জিন বিকল করে রেখে যায়। এরপর ট্রলারটি ভাসতে ভাসতে নেটওয়ার্কের মধ্যে আসে। পরে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ট্রলারের মাঝিরা মালিক সমিতিকে অবহিত করে।”


বিকল ট্রলার ও জেলেদের উদ্ধারে একটি ট্রলার পাঠানো হয়েছে বলে জানান তিনি।


ট্রলারের সহকারী মাঝি নুর মোহাম্মদ বলেন, শুক্রবার রাত ১০টার দিকে মহিপুর থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারের জন্য ‘এফবি ভাই ভাই’ ট্রলারে রওনা দেন। রাত ২টার দিকে পায়রা বন্দর এলাকা থেকে গভীরে গেলে পেছন দিক থেকে আসা আরেকটি ট্রলার তাদের ট্রলারে জোরে ধাক্কা দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us