শাহরুখের পাঠান সিনেমায় বুঁদ হয়ে আছেন সবাই। শাহরুখের নতুন লুক নজর কেড়েছে ভক্তদের। নিশ্চয়ই এতদিনে পাঠান সিনেমা দেখে ফেলেছেন। এই সিনেমার একেবারে শুরুতেই একটি ফোন দেখানো হয়েছে, খেয়াল করেছেন নিশ্চয়ই? অনেকেই এই ফোনের ব্যাপারে জানতে সবাই কৌতূহলী হয়ে ওঠে।
এটি একটি স্যাটেলাইট ফোন। যেটি সাধারণ কেউ ব্যবহার করতে পারবেন না। মূলত নিরাপত্তাজনিত কারণেই সাধারণের জন্য স্যাটেলাইট ফোন উপলব্ধ হয় না। এগুলো পুলিশ, রেলওয়ে, সেনাবাহিনীর মতো সরকারি সংস্থাগুলোতে ব্যবহার হয়ে থাকে। একান্তই যদি কেউ স্যাটেলাইট ফোন ব্যবহার করতে চান, তাহলে তাকে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে।
চলুন জেনে নেওয়া যাক এটির বিশেষত্ব- স্যাটেলাইট ফোন হলো এমনই এক ধরনের ফোন, যেগুলো ব্যবহার করতে কোনো সিম দরকার নেই। মোবাইল নেটওয়ার্কের সাহায্য ছাড়াই এগুলো কাজ করে। এই ধরনের ফোনগুলো সরাসরি স্যাটেলাইটের সঙ্গে সংযোগ করে কাজ করে। স্যাটেলাইট থেকেই এগুলো সংকেত গ্রহণ করে। সেই স্যাটেলাইট ব্যবহার করে ল্যান্ডলাইন, সেলুলার এবং অন্যান্য স্যাটেলাইট ফোনের সঙ্গে সংযুক্ত করে।