রাষ্ট্র পরিচালনার জন্য সরকার কতগুলো নীতি ঘোষণা করে এবং তার ভিত্তিতে আইন প্রণীত হয়। কিন্তু অতীব দুঃখের সঙ্গে আমরা লক্ষ করছি যে সরকার অনেক বিষয়ে ভালো ভালো নীতি ঘোষণা করলেও তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায় না।
এ প্রসঙ্গে ২০১০ সালের জাতীয় শিক্ষানীতি, ২০০৯ সালের জাতীয় নারী নীতি কিংবা ২০১৫ সালে ঘোষিত গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণনীতির কথা উল্লেখ করা যায়।