ভারতে টুইটারের তিনটি কার্যালয়ের মধ্যে দুইটি বন্ধ ঘোষণা করেছেন ইলন মাস্ক। ওই দুই কার্যালয়ের কর্মীদের বাসা থেকে কাজ করতে বলা হয়েছে। ব্যয় কমাতে ও টুইটারে ডার্ক মোড অপশন চালু করতে প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছে।
খবর দ্য ইকোনমিস্ট টাইমস। গত বছরের শেষের দিকে ভারতে প্রায় ২০০ জনেরও বেশি কর্মী ছাঁটাই করা টুইটারের নয়াদিল্লি ও মুম্বাইয়ে কার্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।