সর্বশেষ আর্থিক বছর শেষ হয়েছে সাড়ে আট মাস আগে গত জুনে। অথচ আগের আর্থিক হিসাব বছরের লভ্যাংশ পাননি কিছু কোম্পানির শেয়ারহোল্ডার। এর মধ্যে নামিদামি কোম্পানি আছে।
এক বা আধা শতাংশ লভ্যাংশ ঘোষণাকারী কোম্পানিও রয়েছে। সং স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তি আইনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) হওয়ার ৩০ দিনের মধ্যে লভ্যাংশ বিতরণের বাধ্যবাধকতা আছে। এ সময়ের মধ্যে লভ্যাংশ বিতরণ করে সাত দিনের মধ্যে স্টক এক্সচেঞ্জকে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হয়। স্টক এক্সচেঞ্জের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগে সব ব্যাংক অনলাইন লেনদেনের আওতায় ছিল না। তখন হাজার হাজার ডিভিডেন্ড ওয়ারেন্ট ইস্যু ও বিতরণ করতে অনেক সময় লাগত এবং নগদ লভ্যাংশ বিতরণে এক মাস সময় যৌক্তিক ছিল না। এখন সব ব্যাংকের লেনদেন অনলাইনের আওতায়।