প্রযুক্তি খাত থেকে চীনকে অপসারণে ও নিজেদের অবস্থান শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানে রয়েছে। এরই মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে। চিপ উৎপাদনে ব্যবহৃত প্রযুক্তি থেকে শুরু করে উপাদান সরবরাহও বন্ধ করে দেয়া হয়েছে। বৈরী এ পরিবেশের মধ্যে নতুন অভিযোগ তুলেছে নেদারল্যান্ডসের সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠান এএসএমএল। প্রতিষ্ঠানটির দাবি, সাবেক চীনা কর্মী তাদের প্রযুক্তিবিষয়ক তথ্য চুরি করেছে। খবর বিবিসি।
ডাচ কোম্পানিটি লঙ্ঘনের বিষয়ে নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্র সরকারকে অবহিত করেছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। তবে এএসএমএলের মতে, যে তথ্য চুরি হয়েছে তা প্রতিষ্ঠানের কার্যক্রম বা ব্যবসায় কোনো ক্ষতিকর প্রভাব বিস্তার করতে পারবে না।