বাগ্‌দানে বিপত্তি! আংটিবদলের আগেই তা হারিয়ে গেল বালিতে, কী ঘটল শেষমেশ? রইল ভিডিয়ো

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০৯

আংটিবদলের অনুষ্ঠান নিয়ে অনেকেরই বিভিন্ন পরিকল্পনা থাকে। এ দিনটি একেবারে আলাদা করে উদ্‌যাপন করেন। আংটিবদল মানেই এক ছাদের নীচে একসঙ্গে যাপনের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। কিন্তু এমন দিনে যদি আংটি হারিয়ে যায়, তার চেয়ে খারাপ কিছু হতে পারে না। সম্প্রতি সাই নামে এক তরুণী তাঁর নিজের বাগ্‌দান অনুষ্ঠানের তেমনই এক ‘করুণ’ কাহিনি ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রামে।


সমুদ্রসৈকতে বাগ্‌দান অনুষ্ঠানটি চলছিল। মোমবাতি আর ভালবাসার চিহ্ন দিয়ে সাজানো হয়েছিল সমুদ্রতট। বালির উপর হাঁটু মু়ড়ে আংটি পরাচ্ছিলেন পাত্র। সমুদ্রের হাওয়া, হালকা গান, এমন প্রেমের আবহে শুরু হয় আংটি পরানোর পর্ব। পাত্র হাঁটু মুড়ে আংটিটি বাড়িয়ে দিয়েছেন পাত্রীর দিকে। সাইও তাঁর হাত বাড়াতে যাবেন সে দিকে। হঠাৎই আংটিটি হাত থেকে বালির উপর পড়ে যায়। আলো-আঁধারি সমুদ্রতটে শুরু হয় আংটি খোঁজা। বালির মধ্যে থেকে ছোট আংটি খুঁজে পাওয়া মুখের কথা নয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us