এয়ার ইন্ডিয়া এক লপ্তে কিনবে ২৫০টি এয়ারবাস! মোদী-মাকরঁ আলোচনার পরেই সই হল চুক্তি

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৮

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর ‘উপস্থিতিতে’ ঐতিহাসিক চুক্তি করল এয়ার ইন্ডিয়া। টাটা গোষ্ঠী পরিচালিত বিমান সংস্থাটি ফান্স থেকে ২৫০টি যাত্রিবাহী এয়ারবাস বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছেন। যা বাস্তবায়িত হলে দেশের বাণিজ্যিক বিমান পরিষেবায় নতুন ইতিহাস তৈরি হবে বলে রতন টাটার সংস্থার দাবি।


প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার বলেছেন, ‘‘এই চুক্তি ভারত-ফ্রান্স মৈত্রীর নয়া প্রতীক।’’ টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণ মঙ্গলবার জানিয়েছেন, মোদী এবং‌ মাকরঁর ভার্চুয়াল বৈঠকের পরেই এই চুক্তি হয়েছে। তিনি বলেন, ‘‘আমাদের কাছে এটি এক ঐতিহাসিক মুহূর্ত।’’ সরকারি সূত্রে জানা গিয়েছে, এয়ারবাস এসই-র এ৩২০নিও ফ্যামিলি জেট কিনবে রতন টাটার নয়া বিমান সংস্থা। আরও পড়ুন: ‘বিনাশকালে বুদ্ধিনাশ’! 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us