তারল্য সংকট কাটিয়ে উঠতে কেন্দ্রীয় ব্যাংক থেকে অগ্রিম প্রায় ৮ হাজার কোটি টাকা তারল্য সুবিধা চাইছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
সংশ্লিষ্ট ব্যাংক সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনির মাওলা সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন। তিনি চারটি খাতের সরকারি কোষাগার থেকে ব্যাংকের পাওনার বিপরীতে এই তারল্য সুবিধা চেয়েছেন।
চিঠিতে ইসলামী ব্যাংক সারের ভর্তুকি বাবদ ৭ হাজার ৭৪ কোটি টাকা, বিদ্যুৎ ও জ্বালানি বাবদ ৪০০ কোটি টাকা, আর্থিক প্রণোদনা ১৪৪ কোটি টাকা ও রেমিট্যান্স প্রণোদনা বাবদ ৩৩৭ কোটি টাকা চেয়েছে।
তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তাদের পক্ষে কেবল ৪৮২ কোটি টাকা দেওয়া সম্ভব, কারণ বাকি ৭,৫০০ কোটি টাকা ইসলামী ব্যাংককে দেওয়ার জন্য বিদ্যমান কোনো নীতি কাঠামো নেই।