You have reached your daily news limit

Please log in to continue


‘মৌলিক গানই শিল্পীকে বাঁচিয়ে রাখে’

লেমিসের পরিচিতি পপ ঘরানার আইটেম গানের শিল্পী হিসেবে। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি’ চলচ্চিত্রের আইটেম গানের মাধ্যমেই আলোচনায় আসেন তিনি। একের পর এক চলচ্চিত্রে প্লেব্যাক করে আলোচিত হয়েছেন। এসব চলচ্চিত্রের মধ্যে আরো ভালোবাসব তোমায়, নগর মাস্তান, মা, টার্গেট, অন্তরঙ্গ, ভালোবাসা এক্সপ্রেস, আজব প্রেম, জটিল প্রেম, দবির সাহেবের সংসার, অগ্নি-২, নিয়তি, অস্তিত্ব, রাত্রির যাত্রী, বিজলি, পাষাণ, মনের মতো মানুষ পাইলাম না অন্যতম। অগ্নি চলচ্চিত্রের জন্য বেস্ট প্লেব্যাক সিঙ্গার হিসেবে বাচসাস পুরস্কারও পান লেমিস। এবার নিজের চেনা গণ্ডি থেকে বের হয়ে লেমিস গেয়েছেন মেলোডি ফোক ‘সখা আসিলে মোর অঙ্গনে রাখিব যতনে, হৃদয়ও মাঝে তোমায় সারাক্ষণ...’। গানটির কথা ও সুর মোল্লা জালালের। ইউটিউব চ্যানেল ত্রিতাল মিউজিকে ১২ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ‘সখা’ শিরোনামে লেমিসের গানটির মিউজিক ভিডিও।

মুক্তিপ্রাপ্ত কীর্তন ঘরানার এ ফোক গান নিয়ে বলতে গিয়ে লেমিস জানান, এখন থেকে মেলোডিয়াস গান করবেন তিনি। কারণ মৌলিক গানই একজন শিল্পীকে চিরদিন মানুষের মাঝে বাঁচিয়ে রাখে। কিন্তু আইটেম সং মানুষ বেশি দিন মনে রাখে না। তিনি বলেন, ‘‌ মোল্লা জালাল ভাইয়ের এ গান আমার খুব ভালো লেগেছে। কতটুকু গাইতে পেরেছি, সে বিচারের ভার শ্রোতাদের কাছে। এটি গানপ্রিয় মানুষের কাছে ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন