প্রতিযোগিতায় টানা চারমাসের লড়াই-তর্কবিতর্ক এবং নানা নাটকীয়তা পর ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ এ সেরার মুকুট উঠলো র্যাপার এমসি স্ট্যানের মাথায়।
রোববার মুম্বাইয়ে বলিউড তারকা সালমান খানের সঞ্চালনায় এই শোয়ের ষোড়শ সিজনের শেষ পর্ব হয়।
শিরোপা জিতে হায়দরাবাদের তরুণ স্ট্যান জিতে নিয়েছেন ৩১ লাখ ৮০ হাজার রুপি; এছাড়া পেয়েছেন একটি গাড়ি ও ট্রফি।