স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান বন্ধের অভিযোগ উঠেছে বরগুনার আমতলী উপজেলার গোজখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম মনিরের অনুসারীদের বিরুদ্ধে। রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গোজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, আমতলী উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষা অফিস গোজখালী ইউনিয়নে দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে।
রোববার ছিল উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। ওইদিন সকালে ইউনিয়নের সব বিদ্যালয়ের শিক্ষার্থীরা গোজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত হয়। সকাল ১০টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়। ওই অনুষ্ঠান ধারাবাহিকভাবে চলছিল। দুপুর ১টার দিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম মনিরের ছত্রছায়ায় থাকা শাহিন হাজী, হাসান, বাদল সুজনের নেতৃত্বে ৭-৮ জন লোক এসে ব্যানারে চেয়ারম্যানের নাম না রাখায় শিক্ষকদের গালাগাল করেন এবং ব্যানার ছিঁড়ে নেন। পরে তারা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান বন্ধ করে দেন।