You have reached your daily news limit

Please log in to continue


একাধিক দুর্যোগের ভয় মালাক্কার

বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল পথ মালাক্কা প্রণালী। যে প্রণালী ভারত মহাসাগরের সঙ্গে প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। সরু এই জলপথের কাছে সংঘটিত যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বিশ্বের জন্য ডেকে আনতে পারে ভয়ংকর বিপর্যয়। লিখেছেন নাসরিন শওকত

মালাক্কা প্রণালী

উত্তর-পূর্বে মালয় উপদ্বীপ এবং দক্ষিণ-পশ্চিমে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত সরু একটি প্রণালী। স্টেইট অব মালাক্কা বা মালাক্কা প্রণালী ৫শ মাইল দীর্ঘ এবং ৪০ থেকে ১৫৫ মাইল প্রশস্ত, যা ভারত মাহাসাগরের আন্দামান সাগরের সঙ্গে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরকে যুক্ত করেছে। ভারত ও প্রশান্ত মহাসাগরে জাহাজ চলাচলের প্রধান এই জলপথটি এশিয়ার বড় সব অর্থনীতির দেশকে সরাসরি যুক্ত করেছে। এই দেশগুলো হলো- চীন, ভারত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, জাপান, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়া। ফলে এটি এশিয়ার অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের বিভিন্ন অঞ্চলের জন্য একটি প্রধান বাণিজ্যপথেও পরিণত হয়েছে। জাহাজ চলাচলের জন্য বিশ্বের সবচেয়ে সরু পরিবহন পথগুলোরও অন্যতম এটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন