মাইক ধরলেন আইনমন্ত্রী, উকিল সাত্তার দিলেন বিএনপির স্লোগান

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২১

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে সদ্য বিজয়ী সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার জন্য কমপক্ষে ৩০ সেকেন্ডের জন্য মাইক্রোফোন ধরে রেখেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বার্ধক্যজনিত কারণে এই সংসদ সদস্য অসুস্থ হওয়ায় মন্ত্রী সহায়তা করেন।


তবে বিশেষ অতিথির বক্তব্য শেষে বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সামনে ‘বাংলাদেশে জিন্দাবাদ’ স্লোগান দেন। এটি বিএনপির দলীয় স্লোগান হিসেবে পরিচিত। আওয়ামী লীগের নেতৃবৃন্দের সামনে এই স্লোগান দেওয়ায় অনেকে চমকে উঠেছেন।


সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আধুনিকায়ন করেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি রিয়াজ উদ্দিন ও সাধারণ সম্পাদক জাবেদ রহিনের নেতৃত্বে আগের কার্যকরী কমিটির সদস্যরা।


রবিবার (১২ ফেব্রুয়ারি) প্রেসক্লাবের নতুন অভিযাত্রার শুভ উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব। দুপুর ১২টার দিকে প্রেসক্লাবের যান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি ফিতা কেটে উদ্বোধন করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us