বসন্তবরণে প্রস্তুত হচ্ছে চারুকলা

আজকের পত্রিকা প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫৯

আজ ২৯ মাঘ। আর এক দিন পরেই প্রকৃতি থেকে বিদায় নেবে শীত। ইতিমধ্যে পাতাঝরা শীতকে বিদায় জানিয়ে প্রকৃতি সেজেছে নতুন রূপে। গাছে গাছে শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়া জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা। ভেসে আসছে কোকিলের কুহু ডাক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পলাশগাছগুলো এখন ফুলে ফুলে ছাওয়া। পলাশের ডালে মধু খেতে বসছে বসন্তবাউড়ি পাখি।


বর্ষবরণ হোক কিংবা বসন্তবরণ—রাজশাহী বিশ্ববিদ্যালয়কে রঙিন করে সাজিয়ে তোলেন চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। বসন্তবরণের প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন তাঁরা।


বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বাইরের দেয়ালের পাশে  ২০ জনের মতো শিক্ষার্থী। তাঁদের কারও হাতে রংতুলি, কারও হাতে রঙের কৌটা। দেয়ালটিতে ধীরে ধীরে ফুটে উঠছে চিরায়ত বাংলার প্রাকৃতিক সৌন্দর্য। বসন্তের প্রথম দিনটি রঙিন করতে দিনরাত পরিশ্রম করছেন তাঁরা। শুধু বাইরে নয়, চারুকলা অনুষদের ভেতরেও সমানতালে কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা। এবার বসন্ত ও ভালোবাসা দিবস একই দিনে হওয়ায় একটু যেন বেশি রঙিন করে তোলা হচ্ছে চারুকলা 
ভবনকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us