ওপার বাংলার তারকা দম্পতি রাজ-শুভশ্রী। ছেলে আর মেয়েকে নিয়ে শুভশ্রীর কখন সময় চলে যায় তা বোঝা খুব মুশকিল। তার মাঝেই শুটিংয়ের পাশাপাশি ব্র্যান্ড এন্ডর্সমেন্ট চলছে। একা হাতে সব কাজ করে যাচ্ছেন এ অভিনেত্রী। এদিকে ছেলে ইউভান একটু একটু করে বড় হচ্ছে।
ছেলে-মেয়ের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেন। কয়েকদিন আগে মেয়ে ইয়ালিনির সঙ্গে ছবি পোস্ট করেছিলেন। এবার ছেলে ইউভানকে গল্পের ছলে পড়ানোর একটি মিষ্টি ছবি পোস্ট করলেন নায়িকা।
ভিডিওতে খুদে ইউভানের কাণ্ড দেখে নেটজিনদেরও বেশ ভালো লেগেছে। অনেকেই মনে করে নায়িকারা আর তাদের সন্তানের জন্য কী করে সময় পাবেন। কিন্তু শুভশ্রীর ক্ষেত্রে যে তেমনটা হবে না সে কথা বহু আগেই জানিয়েছিলেন নায়িকা। সন্তান জন্মের পরে সেই প্রমাণও পাওয়া যাচ্ছে হাতে নাতে।